রিয়ালের জার্সিতে বেলিংহামের চমক, হারল ম্যানইউ

Looks like you've blocked notifications!
ছবি : রিয়াল মাদ্রিদ

বরুসিয়া ডর্ডমুন্ড থেকে ১১ কোটি ৪০ লাখে জুড বেলিংহামকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। নতুন ক্লাবের হয়ে প্রাক মৌসুমে এসি মিলানের বিপক্ষে অভিষেকও হয়ে গেছে তার। নিজের প্রথম ম্যাচে গোল না পাওয়া বেলিংহাম জালের দেখা পেয়েছেন গেছেন দ্বিতীয়টিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন এই ইংলিশ ফুটবলার।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের  ৬ মিনিটেই গোল করে সবাইকে চমকে দিয়েছেন বেলিংহাম। দলের জয়ে আরেকটি গোল করেছেন জোসেলু।

ম্যাচটির শুরুতেই আন্তনিও রুডিগারের বাড়ানো পাস ধরে চিপ করে বল ঠিকানায় পাঠান বেলিংহাম। তাঁকে ম্যাচের প্রথমার্ধতেই শুধু খেলায় রিয়াল মাদ্রিদ। মূলত মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের পরখ করে দেখতেই পুরোটা খেলানো হয়।

ম্যাচের আরেক গোল করা জোসেলু জালের দেখা পেয়েছেন ৮৯তম মিনিটে।  অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে স্কোরলাইন ২-০ করেন স্প্যানিশ ফরোয়ার্ড জোসেলু।