হঠাৎ ভাইরাল নিয়োগপত্রের ছবি, কত বেতন ছিল ধোনির?
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এখন আইপিএল ছাড়া আর কোনো প্রতিযোগিতায় দেখা যায় না ভারতের এই কিংবদন্তি ক্রিকেটারকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এই ক্রিকেটারের ১১ বছর আগের একটি নিয়োগপত্রের ছবি।
গতকাল বুধবার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে ভারতের হয়ে খেলা শুরুর আট বছর পর প্রথম চাকরি পেয়েছিলেন ধোনি। সেই চাকরিতে সম্মতিও জানিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। সেই চাকরির একটি নিয়োগপত্রের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আইপিএলের জনক লোলিত মোদি সেই নিয়োগপত্রের ছবিটা বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন লোলিত মোদি। চেন্নাইয়ের ইন্ডিয়া সিমেন্ট সংস্থা ‘ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং’ পদে নিয়োগপত্র দেওয়া হয়েছিল ধোনিকে। তার মাসিক বেতন ছিল ৪৩ হাজার রুপি। বিশ্বকাপজয়ী একজন অধিনায়কের এমন মাসিক বেতন দেখে হতবাক ক্রিকেটপ্রেমীরা।
ইন্ডিয়া সিমেন্টের ওই নিয়োগপত্র ধোনি পেয়েছিলেন ২০১২ সালের ৭ জুলাই। তত দিনে ধোনির নেতৃত্বে দুটি বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছিল ভারতের। আর বোর্ডের চুক্তিতে সর্বোচ্চ বেতনই পেতেন ধোনি। বিজ্ঞাপন থেকেও পেতেন মোটা অঙ্কের অর্থ। তবুও কেন ওই অঙ্কের অর্থে চাকরিতে সম্মতি জানিয়েছিলেন ধোনি, তাই নিয়ে প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের একাংশের।