রূপকথা লিখে থামলেন ব্রড-অ্যান্ডারসন

Looks like you've blocked notifications!
শেষবারের মতো অ্যাশেজের মঞ্চে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন। ছবি : এএফপি

নিজেদের মধ্যে লড়াইটা চলত নিয়মিত। সে লড়াইয়ে নিজেরা উপকৃত হতেন, দলও উপকৃত হত। প্রতিপক্ষ অবশ্য ভেঙে চুরমার হত। এই জুটি আলাদাভাবে তো বটেই, একসঙ্গে আরও বেশি ভয়ংকর। বলছিলাম, টেস্ট ইতিহাসের সবচেয়ে সফল দুই পেসার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের কথা। টেস্টে শুধুমাত্র দুজন পেসারই ৬০০ উইকেটের মাইলফলক পেরিয়েছেন, যার মধ্যে একজন অ্যান্ডারসন ও বাকিজন ব্রড।

চলতি অ্যাশেজ শেষেই অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্রড। ১৬৭ টেস্টে ৬০৪ উইকেটের মালিক এই ইংলিশ পেসার। অ্যান্ডারসনের পর দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ এর ক্লাবে ঢুকেন তিনি। ১৮৩ ম্যাচে অ্যান্ডারসনের উইকেট ৬৯০টি। আলাদাভাবে তো বটেই, একসঙ্গেও দুর্দান্ত এক অর্জন করেছেন এ দুই পেসার। প্রথম বোলার জুটি হিসেবে টেস্টে একসঙ্গে ১৩৮টি ম্যাচ খেলেছেন তারা। ক্রিকেটের ইতিহাসে আর কোনো পেসার জুটি একসঙ্গে এত ম্যাচ খেলেননি।

একসঙ্গে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডেও দ্বিতীয় স্থানে আছেন ব্রড-অ্যান্ডারসন। সবচেয়ে বেশি ১৪৬ ম্যাচ একসঙ্গে খেলেছেন ভারতের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নেমে ব্রড-অ্যান্ডারসন পেছনে ফেলেছেন একসঙ্গে ১৩৭টি টেস্ট খেলা দক্ষিণ আফ্রিকার দুই তারকা জ্যাক ক্যালিস ও মার্ক বাউচারকে।

স্কাই স্পোর্টসের বরাতে জানা যায়, একসঙ্গে ১৩৮ ম্যাচে দুজনের সম্মিলিত উইকেটসংখ্যা এক হাজার ৩৯টি। এ সময়ে ব্রড নিয়েছেন ৫০২ উইকেট। অ্যান্ডারসনের শিকার ৫৩৭টি। ইনিংসে ১৭বার পাঁচ উইকেট ও ম্যাচে তিনবার ১০ উইকেট নিয়েছেন ব্রড। অ্যান্ডারসন পাঁচ উইকেট পেয়েছেন ২৬ বার, ১০ উইকেট ব্রডের সমান তিনবার।