অ্যাশেজ শেষে বড় শাস্তির মুখে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

Looks like you've blocked notifications!
বেন স্টোকস ও প্যাট কামিন্স। ছবি : এএফপি

দুর্দান্ত এক অ্যাশেজ সিরিজ দেখেছে ক্রিকেট দুনিয়া। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মর্যাদার এই লড়াইয়ে কেউ কাউকে ন্যূনতম ছাড় দেয়নি। সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। এটি যতটা স্বস্তি দিচ্ছে দুই দলকে, ততটা অস্বস্তি হয়ে এসেছে আইসিসির দেওয়া শাস্তির ঘোষণা।

স্লো ওভার রেটের কারণে উভয় দলের কাটা হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। পাশাপাশি ম্যাচ ফির একটা অংশ জরিমানা করা হয়েছে তাদের।

স্লো ওভার রেটের শাস্তি হিসেবে ইংল্যান্ডের ১৯ ও অস্ট্রেলিয়ার ১০ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কেটেছে আইসিসি। আজ বুধবার (২ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

চতুর্থ টেস্টে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে অস্ট্রেলিয়ার ১০ পয়েন্ট কাটা হয়েছে। সিরিজে একবারই নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওভার শেষ করতে পারেনি অসিরা। অন্যদিকে, তৃতীয় টেস্ট বাদে বাকি সব টেস্টেই স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেছে ইংলিশদের।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। সে অনুযায়ী, অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং ১০ পয়েন্ট কাটা হয়েছে।

কেবল তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ে বেঁধে দেওয়া ওভার সম্পূর্ণ করতে পেরেছে ইংল্যান্ড। এ ছাড়া প্রথম ম্যাচে দুই ওভার, দ্বিতীয় ম্যাচে নয় ওভার, চতুর্থ ও পঞ্চম টেস্ট যথাক্রমে তিন ও পাঁচ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। তাই তাদের প্রথম ম্যাচের ১০ শতাংশ, দ্বিতীয় ম্যাচের ৪৫, তৃতীয় ম্যাচের ১৫ ও চতুর্থ ম্যাচের ২৫ শতাংশ ম্যাচ ফির সঙ্গে মোট ১৯ পয়েন্ট কর্তন করা হয় ইংলিশদের।

পাঁচ ম্যাচে দুই জয়, দুই হার ও একটি ড্র নিয়ে মোট ২৮ পয়েন্ট অর্জন করেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আইসিসি থেকে ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের সংগ্রহ এখন ৯, অসিদের ১৮ পয়েন্ট।