লিটনের সর্বকালের সেরা একাদশে আছেন যারা

Looks like you've blocked notifications!
লিটন দাস। ছবি : এনটিভি

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারদের তালিকা করলে তার নামটা ওপরের দিকেই থাকবে। বলছি, তারকা ওপেনার লিটন দাসের কথা। ড্যাশিং এই ওপেনার এবার সাজিয়েছেন নিজের সর্বকালের সেরা একাদশ। যেখানে অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষকের ভূমিকায় লিটন নিজেকে রেখেছেন।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিটন। সেই অনুষ্ঠানেই উপস্থাপিকা নিজেকে (লিটন) অধিনায়ক বানিয়ে সর্বকালের সেরা একাদশ খুঁজে নিতে বলেন। একটু ভেবে চিন্তে লিটন বেছে নেন তার চোখে সর্বকালের সেরা একদশ।

ওপেনার হিসেবে লিটনের দলে সুযোগ পেয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার বীরেন্দর শেবাগ ও শ্রীলঙ্কান কিংবদন্তি ব্যাটার সনাত জয়সুরিয়া। টপঅর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং।

মিডলঅর্ডারের ভূমিকায় অলরাউন্ডার সাকিব আল হাসানকে রেখেছেন লিটন। এ ছাড়াও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরলিধরন। তিন পেসার হিসেবে লিটনের একাদশে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার, ওয়াসিম আকরাম ও শ্রীলঙ্কান চামিন্দা ভাস।

সদ্যই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলে দেশে ফিরেছেন লিটন। সারে জাগুয়ার্সের জার্সিতে উইকেটরক্ষক হিসেবে দারুণ দক্ষতা দেখালেও অবশ্য ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন লিটন। ৭ ম্যাচ ব্যাট করে মাত্র ২১.৭১ গড় ও ১০০ স্ট্রাইকরেটে মোট ১৫১ বল খেলে করেছেন ১৫২ রান।