আল হিলালের জার্সিতে কবে অভিষেক হচ্ছে নেইমারের?

Looks like you've blocked notifications!
আল হিলালের জার্সিতে নেইমার । ছবি : এএফপি

আনুষ্ঠানিক চুক্তি শেষে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নেইমারের আগমনে ভক্ত-সমর্থকদের উন্মাদনার যেন শেষ নেই। আল হিলালের স্টোরগুলোতে জার্সি কিনতে উপচেপড়া ভিড় ফুটবলপ্রেমীদের। এখন অপেক্ষা শুধু আল হিলালের জার্সিতে ৩১ বছর বয়সী এই তারকার মাঠে নামার।

সৌদি প্রো লিগের চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ আগস্ট রাতে আল ফেইহার বিপক্ষে মাঠে নামবে আল হিলাল। ওই ম্যাচেই অভিষেক হতে পারে নেইমারের। ঘরের মাঠ কিং আল ফাহাদ স্টেডিয়ামে ফেইহাকে আতিথ্য দেবে আল হিলাল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়। এর আগে প্রথম ম্যাচে আবহাকে ৩-১ গোলে হারিয়ে ক্লাবটি।

সৌদি ক্লাবটিতে সতীর্থ হিসেবে দুই স্বদেশীকে পাচ্ছেন নেইমার। ম্যালকম ফিলিপ ডি সিলভা ও মাইকেল রিচার্ড। দুজনেই আক্রমণভাগে খেলেন। ক্লাবটিতে রয়েছেন মালির ফরোয়ার্ড মুসা মারেগা, সার্বিয়ান মিডফিল্ডার মিলিনকোভিচ, পর্তুগিজ মিডফিল্ডার রুবেন ডিয়েগো, সেনেগাল ডিফেন্ডার কালিদু কৌলিবালি।

নেইমারকে পেয়ে উচ্ছ্বসিত আল হিলাল জানিয়েছে, ‘নেইমার বৈশ্বিক তারকা, সে যেখানেই খেলেছে, সেখানেই সমর্থকদের মুখে হাসি এনে দিয়েছে। তাঁর দিকেই সবাই তাকিয়ে থাকে এবং সে সব সময় এর রেসপন্সও করেছে। আমরা তাঁকে পেয়ে আনন্দিত। আশা করি, সে আমাদের দুর্দান্ত ফুটবল উপহার দিবে।’

এদিকে, ২ বছরের চুক্তিতে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমারকে দলে নিয়েছে আল হিলাল। ইউরোপীয় গণমাধ্যমে খবর, দুবছরে ১৬০ মিলিয়ন ইউরো বেতন পাবেন নেইমার। সঙ্গে আরও সুযোগ-সুবিধা তো আছেই।