প্রথমবার অংশ নিয়েই সুপার কাপে চ্যাম্পিয়ন ম্যানসিটি

Looks like you've blocked notifications!
ম্যানসিটির শিরোপা উৎসব। ছবি : এএফপি

সময়টা বেশ কাটছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির। ক’দিন আগেই ট্রেবল জেতার পর এবার উয়েফা সুপার কাপের শিরোপাও নিজেদের করে নিল সিটিজেনরা। প্রথমবার অংশ নিয়েই ট্রাইবেকার রোমাঞ্চে সেভিয়াকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পেল পেপ গার্দিওলার দল।

বুধবার (১৬ আগস্ট) দিনগত রাতে অ্যাথেন্সের কারাইসকাকিস স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১–১ সমতায় ছিল। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৩০ মিনিটের পরিবর্তে সরাসরি খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫–৪ ব্যবধানে জয় তুলে নেয় সিটি।

ম্যাচের সেভিয়া শুরুতে হাইপ্রেসিং ফুটবলে সিটিকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। এন নেসিরি বেশ কয়েকটি সুযোগ মিস করলেও ম্যাচের ২৫তম মিনিটে কাউন্টার অ্যাটাকে বল জালে জড়িয়ে সেভিয়োকে এগিয়ে দিতে ভুল করেননি এই ফরোয়ার্ড। এরবর বাকি সময়ে চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় সিটিকে।

তবে, বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে খুব বেশি সময় লাগেনি গার্দিওলার দলের। ম্যাচের ৬৩তম মিনিটে পালমের গোলে এগিয়ে যায় ইংলিশ জায়ান্টরা। এরপর আর কোনো দল তেমন কার্যকরী আক্রমণ করতে না পারায় ১-১ সমতায় খেলা গড়ায় ট্রাইবেকারে। শুটআউটের প্রথম ৯টি বল জালে জড়ায়। শুধু সেভিয়ার গুদেলের শট ক্রসবারে লেগে প্রতিহত হলে জয়ের উল্লাসে মাতে সিটি। গার্দিওলার অধীনে জেতা এটি সিটির ১৫তম ট্রফি।

রোমাঞ্চকর এ জয়ে সিটিজেনদের কোচ হিসেবে শুধু সম্ভাব্য সব শিরোপাই জেতেননি গার্দিওলা, কার্লো আনচেলত্তির গড়া রেকর্ডেও ভাগ বসিয়েছেন। আনচেলত্তির পর দ্বিতীয় কোচ হিসেবে চারবার উয়েফা সুপার কাপ জিতলেন গার্দিওলা। তবে আরেকটি জায়গা অনন্য কীর্তি গড়লেন ৫২ বছর বয়সী এ স্প্যানিশ। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবকে তিনি এই ট্রফির স্বাদ পাইয়ে দিলেন। সিটির আগে ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ, ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনাকে এই শিরোপা জিতিয়েছিলেন গার্দিওলা।