রামোসকে সরাসরি না করে দিল তুর্কি ক্লাব বেসিকতাস

Looks like you've blocked notifications!
পিএসজিতে থাকাকালীন সার্জিও রামোস। ছবি : রামোসের ফেসবুক ভেরিফায়েড পেজ।

রিয়াল মাদ্রিদে বর্ণাঢ্য ক্যারিয়ার কাটিয়ে দুই মৌসুম আগে পিএসজিতে যোগ দেন সার্জিও রামোস। সাবেক স্প্যানিশ অধিনায়ক রামোসের পিএসজি অধ্যায় খুব একটা ভালো কাটেনি। চোটের কারণে অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে। চলতি মৌসুমে ঘোষণা দেন পিএসজি ছাড়ার।

এরপর রক্ষণভাগের এই তারকা ফুটবলারকে পেতে আগ্রহ দেখিয়েছিল বেশ কয়েকটি ক্লাব। যাদের মধ্যে অন্যতম তুর্কি ক্লাব বেসিকতাস। রামোসের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছিল ক্লাবটির। কিন্তু, আর্থিক বিষয়ে সমঝোতায় আসতে না পারায় তাকে দলে নেয়নি বেসিকতাস। আজ মঙ্গলবার (২২ আগস্ট) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে সরাসরিই বিষয়টি জানিয়েছে তারা।

বেসিকতাসের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা রামোসকে দলে নিতে বেশ আগ্রহী ছিলাম। তার মতো একজন খেলোয়াড়কে সবাই দলে নিতে চাইবে। কিন্তু, সে যে অর্থ চেয়েছে তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সমঝোতা না হওয়ায় আমরা তাকে দলে নিতে পারছি না। রামোস সংক্রান্ত আলোচনা এখানেই বন্ধ করা হলো।’

ক্লাবটির সহসভাপতি এমেরি কোকাদেগ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম বলছে রামোস আমাদের কাছে পাঁচ মিলিয়ন ইউরো চেয়েছে। কিন্তু, আসল ঘটনা হচ্ছে সে এর দ্বিগুণেরও বেশি চেয়েছে। তার এজেন্ট আমাদের কাছে ১৫ মিলিয়ন ইউরো চেয়েছিল, যা দেওয়া সম্ভব নয়।’

এতে, আরও অনিশ্চিত হলো ৩৭ বছর বয়সী রামোসের পরবর্তী গন্তব্য। ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজার বন্ধ হবে ৩১ আগস্ট। এর আগে নিজের ক্লাব খুঁজে নিতে হবে তাকে।