ফিটনেস টেস্টের ফল ফাঁস করে বিপাকে কোহলি

Looks like you've blocked notifications!
বিরাট কোহলি। ছবি : এএফপি

‘ইয়ো ইয়ো’ টেস্ট ফিটনেস পরীক্ষার একটি অংশ। এই টেস্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস লেভেল কতটা তা পরিমাপ করা হয়। এই ফিটনেস টেস্টের ফলই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ফাঁস করে বিপাকে ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি।

আসন্ন এশিয়া কাপ সামনে রেখে ভারতীয় দল এখন বেঙ্গালুরুতে কন্ডিশনিং ক্যাম্প করছে। সেখানে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ক্যাম্পের প্রথম দিন খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে ইয়ো ইয়ো টেস্ট করা হয়। এই পরীক্ষায় বিসিসিআই কর্তৃক ধার্যকৃত মানদণ্ড ছিল ১৬ দশমিক ৫। সেই ফিটনেস পরীক্ষার ছবি নিজের ইনস্টগ্রামে দিয়ে কোহলি লেখেন, ‘ইয়ো ইয়ো টেস্ট শেষ করতে পারা আনন্দের। ১৭ দশমিক ২ হয়েছে।’

কোহলির এমন কাণ্ড পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআইয়ের)। শুধু তাকেই সতর্ক করেনি, এমন ভুল যেন আর কোনো ক্রিকেটার না কেন সে বিষয়ে সবার কাছে কড়া বার্তা পাঠিয়েছে বোর্ড।

এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘কোনো গোপন বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে খেলোয়াড়দের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারা অনুশীলনের ছবি শেয়ার করতে পারে, কিন্তু কত স্কোর করেছে, সেটা প্রকাশ করাটা চুক্তির ধারা লঙ্ঘনের দিকে নিয়ে যায়।’

ভারতীয় দলের ক্যাম্পের প্রথম দিন ইয়ো ইয়ো টেস্টে অংশ নেন কোহলি, অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনজনই পাস করেছেন বলে জানা গেছে।