সালাহকে পেতে চারগুণ বেশি অর্থ গুণতে প্রস্তুত আল-ইত্তিহাদ

Looks like you've blocked notifications!
মোহাম্মদ সালাহ। ছবি : এএফপি

লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে পেতে ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল আল-ইত্তিহাদ। কিন্তু, নিজেদের ক্লাব ইতিহাসের অন্যতম সফল তারকাকে ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইংলিশ ক্লাবটি। তবে, হাল ছাড়েনি সৌদি প্রো লিগের দলটি। এবার আরও বড় প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। সেই অর্থের অঙ্ক আগের দেওয়া প্রস্তাবের প্রায় চারগুণ হতে চলেছে। 

আজ সোমবার (২৮ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সালাহর জন্য লিভারপুলকে এবার দেড়শ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে আল-ইত্তিহাদ। যা আগেরটির চেয়ে প্রায় চারগুন বেশি।

৩১ বছর বয়সী মিসরীয় ফুটবল তারকা সালাহ ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন। এখন পর্যন্ত অল রেডদের জার্সিতে ২৫০ ম্যাচে ১৫০ গোল করেছেন তিনি। গত বছর ক্লাবের সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি নবায়ন করেছেন সালাহ। বর্তমানে লিভারপুলে সাপ্তাহিক সাড়ে তিন লাখ ইউরো বেতন পান তিনি, যা ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলারে পরিণত করেছে তাকে।

আল-ইত্তিহাদের প্রস্তাবে মানা করে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছিলেন, ‘সালাহর সঙ্গে গত বছর আমরা তিন বছরের চুক্তি নবায়ন করেছি। এখন তিনি ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এখনও দুই বছর বাকি আছে। তাকে না ছাড়ার ব্যাপারে লিভারপুলের অবস্থান স্পষ্ট।’

দেখার বিষয়, বিশাল অঙ্কের লোভনীয় প্রস্তাব পাওয়ার পর কেমন প্রতিক্রিয়া দেখায় লিভারপুল।