জেনে নিন চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের খুঁটিনাটি
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। যে টুর্নামেন্টের শিরোপা পেতে মরিয়া হয়ে থাকে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি যেমন অর্থের দিকে না তাকিয়ে সেরা দল গঠন করেছে কেবল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পেতে। চ্যাম্পিয়ন্স লিগ পেতেই মেসি-নেইমারকে নিয়েছিল পিএসজি। ব্যর্থ হওয়ার পরিণতি তো সবারই জানা।
আরও একটি চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম দ্বারপ্রান্তে। তবে, এবারের আসর শুরুর আগে কিছুটা শূন্যতা থাকবে। এই মঞ্চের তর্কাকিত রাজা ক্রিস্টিয়ানো রোনালদো নেই, সর্বকালের অন্যতম নেরা ফুটবলার লিওনেল মেসি নেই। নেই নেইমার, করিম বেনজেমারা। তবু, আপন আলোয় উজ্জ্বল চ্যাম্পিয়ন্স লিগ।
২০২৩-২৪ মৌসুম শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। অংশ নেবে ৩২টি দল। ২৬টি দল ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। আগামী দুদিনের মধ্যে প্লেঅফ থেকে নিশ্চিত হবে বাকি ছয় দল। আট গ্রুপে ভাগ হয়ে কেলবে ৩২টি দল। প্রতি গ্রুপে দলসংখ্যা চারটি করে। কে কোন গ্রুপে পড়বে, তা নিশ্চিত হবে ড্রয়ের মাধ্যমে। চলতি মৌসুমের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩১ আগস্ট। সেদিনই নিশ্চিত হবে কারা খেলবে কাদের বিপক্ষে।
একই দিন দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে উয়েফা বর্ষসেরার পুরস্কার। সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ ও একাদশের পুরস্কার দেওয়া হবে সেদিন।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ জুন, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২৩-২৪ চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ২৬টি দল।
সবচেয়ে বেশি পাঁচটি দল জায়গা পেয়েছে স্পেন থেকে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়া প্রতিনিধিত্ব করবে স্প্যানিশদের।
ইংল্যান্ড থেকে খেলার সুযোগ পেয়েছে চারটি দল— ম্যানচেস্টার সিটি (বর্তমান চ্যাম্পিয়ন), ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেড। জার্মানি থেকে সুযোগ পাওয়া দলও চারটি। বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও ইউনিয়ন বার্লিন।
ইংল্যান্ড ও জার্মানির সমান চারটি দল এসেছে ইতালি থেকে। দলগুলো হলো— ইন্টার মিলান (বর্তমান রানার্সআপ), এসি মিলান, ল্যাজিও, নাপোলি।
ফ্রান্স ও পর্তুগাল থেকে জায়গা পেয়েছে দুটি করে দল। ফ্রান্সের পিএসজি ও লেঁস এবং পর্তুগালের বেনফিকা ও পোর্তো। এ ছাড়া, নেদারল্যান্ডস থেকে ফেইনুর্দ, অস্ট্রিয়া থেকে সালজবার্গ, স্কটল্যান্ড থেকে সেল্টিক, সার্বিয়া থেকে ক্রাভেনা জেভেজদা ও ইউক্রেন থেকে জায়গা পেয়েছে শাখতার ডনেৎস্ক।