বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ায় তৃপ্ত মিরাজ
কদিন বাদেই ভারতের মাটিতে গড়াবে বিশ্বকাপ। ঘরের মাঠে এই বৈশ্বিক আসরে স্বাভাবিকভাবেই ফেভারিট ভারত। আর সেই ভারতকেই এশিয়া কাপের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। নিঃসন্দেহে বিশ্বকাপের আগে এই জয় আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে।
এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরে এমন কথা জানালেন দলের গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজও। আজ শনিবার বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিরাজ বলেছেন, ‘শেষ ম্যাচটা জেতায় দলের মধ্যে আলাদা আত্মবিশ্বাস যোগ করবে। ভারত এই টুর্নামেন্টে খুব ভালো খেলছে। ম্যাচটা এমন ছিল, আমরা জিতলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তবে আমাদের মধ্যে এই বিষয়টা কাজ করেছে, যদি ভারতের সঙ্গে জিততে পারি, তাহলে বিশ্বকাপের যাওয়ার আগে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। বিশ্বকাপ বড় ইভেন্ট, খেলাও ভারতে। সেখানে যাওয়ার আগে দলের স্পিরিটটা বেড়ে যাবে। সেটাই হয়েছে। দলের খেলোয়াড়েরা খুব ভালো খেলেছে।’
টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে মিরাজ বলেছেন, ‘অবশ্যই দুটি জয়। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে। তাছাড়া তরুণরা যেভাবে ক্রিকেট খেলেছে, যেমন সাকিব অভিষেকে ভালো করেছে, হৃদয় সাকিব ভাইয়ের সঙ্গে ভালো জুটি করেছে। এই ম্যাচে লোয়ার অর্ডার থেকেও রান এসেছে। এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক দিক।’
নিজের পারফর্ম নয়ে মিরাজ বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা মূলত দলের সমন্বয়ের জন্যই হয়েছে। আমাদের ওপেনাররা যদি শুরু থেকে সুস্থ থাকত, তাহলে কিন্তু আমি ওপেন করতাম না। যারা ওপেনার ছিল, তারাই করত। এক দিন খুব ভালো হয়েছে। পরে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। মাঝখানে খেলেছি, মুশফিক ভাই ছিলেন না। তবে বিশ্বকাপের আগে আশা করি, সবাই খুব দ্রুত সবকিছু পুষিয়ে ওঠার চেষ্টা করবে।’