তানজিম সাকিবকে প্রশংসায় ভাসালেন অনিল কুম্বলে

Looks like you've blocked notifications!
তানজিম হাসান সাকিব (ডানে) ও অনিল কুম্বলে। ছবি : এএফপি

বাংলাদেশের ক্রিকেট তো বটেই, দেড় দশক ধরে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের কাছ থেকে অভিষেকের ক্যাপ পড়েছেন আরেক সাকিব। তিনি পেসার তানজিম হাসান সাকিব। যার ওয়ানডে অভিষেক ঘটে ভারতের বিপক্ষে। সেদিন বল হাতে আলো ছড়িয়েই আলোচনায় আসেন এই তরুণ পেসার।

গত ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতকে ছয় রানে হারানো ম্যাচে বল হাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুনিয়র সাকিবের প্রশংসায় ভাসছেন ক্রিকেটবোদ্ধারা।

ভারতীয় কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে সম্প্রতি ইসপিএনক্রিকইনফোতে দেওয়া সাক্ষাৎকারে প্রশংসায় ভাসান বাংলাদেশ ক্রিকেট দলের এই তরুণ তুর্কিকে। বাংলাদেশ দলের ভবিষ্যৎ বলেও আখ্যা দেন সাকিবকে।

ভারতের বিপক্ষে নিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই সাকিব ফেরান রোহিত শর্মাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটটাই রোহিতের মতো তারকার নিয়েছেন। স্বপ্নীল শুরুর পর প্রথম স্পেলে বোল্ড করেছেন আরেক ভারতীয় ব্যাটার তিলক ভার্মা। শেষ ওভারে ভারতকে থামিয়ে ম্যাচ বের করে আনার কৃতিত্বটাও সাকিবেরই।

তাকে নিয়ে কুম্বলে বলেন, ‘তানজিম দুর্দান্ত ছিল। ১৪০ এর বেশি গতিতে বল করেছে সে। তাকে খেলতে সব ব্যাটারদের বেশ বেগ পেতে হয়েছে। নতুন বলে তাকে সামলানো কঠিন ছিল। আমি ভেবেছিলাম, ডেথ ওভারে সে নার্ভাস থাকবে, কিন্তু তা হয়নি। তার গতি, বলের লাইন, লেন্থ সবই আছে। অবশ্যই, তার মধ্যে বাংলাদেশকে লম্বা সময় ধরে সেবা দেওয়ার সামর্থ্য আছে। গুরুত্বপূর্ণ সময়ে সে অসাধারণ করেছে। হ্যাটস অফ।’