ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি

Looks like you've blocked notifications!
নাসির হোসেন। ছবি : নাসিরের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে

বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি-টেন লিগে আইসিসির তিনটি ধারা ভঙ্গ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মূলত, আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করেছে আইসিসি। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন নাসির। দলটিকে নেতৃত্বও দেন এই অলরাউন্ডার। সে সময় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে ৭৫০ ডলারের উপহার নেন নাসির। 

এর পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করা হয়। তাতে দেখা যায়, আইসিসির তিনটি ধারা ভঙ্গ করেছেন নাসির। ধারা ২.৪.৩ এ তদন্ত কমিটিকে উপহারের রশিদ দেখাতে ব্যর্থ হন নাসির। ধারা ২.৪.৪ এ নাসিরের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এই বলে যে, তাকে কোনো প্রকার ম্যাচ পাতানো বা দুর্নীতি করতে বলা হয়েছিল কি না, তদন্ত কর্মকর্তাদের সে বিষয়ে সঠিক তথ্য দেননি তিনি।

সর্বশেষ যে ধারায় নাসিরকে অভিযুক্ত করা হয়, সেই ধারা ২.৪.৬ এ বলা হয়েছে, কোনো কারণ ছাড়াই তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি জানান বাংলাদেশি এই ক্রিকেটার।

নাসির ছাড়া আরও সাতজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে আইসিসি। তবে, সেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একমাত্র ক্রিকেটার নাসির হোসেন।