বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল?
ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর বিশ্বকাপ। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর বসবে ভারতে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। শিরোপার পাশাপাশি রয়েছে অর্থপ্রাপ্তির হাতছানি। বিশ্বকাপকে সামনে রেখে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) টুর্নামেন্টের মোট প্রাইজমানির পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ধরা হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ বিশ্বকাপেও ছিল সমান অঙ্কের প্রাইজমানি। বিশ্বকাপজয়ী দল পাবে চার মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে দুই মিলিয়ন ডলার। সেমিফাইনালে বাদ পড়া দুই দলের প্রত্যেকে পাবে আট লাখ ডলার করে।
রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাকি ছয় দলের সবাই পাবে এক লাখ ডলার করে। এ ছাড়া, গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের বিজয়ী দল প্রাইজমানি হিসেবে পাবে ৪০ হাজার ডলার।
রাউন্ড রবিন পদ্ধতিতে ১০ দলের প্রত্যেকে একবার করে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে মোট ৪৫টি ম্যাচ। ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।