রোনালদোর জোড়া গোলে আল-নাসেরের রোমাঞ্চকর জয়

Looks like you've blocked notifications!
ম্যাচে দুটি গোলই রোনালদো করেছেন বাম পায়ে। ছবি : আল-নাসেরের ফেসবুক ভেরিফায়েড পেজ

গ্যালারির দর্শকরা তখনও হয়তো ঠিকভাবে নড়েচড়ে বসেননি। এরমধ্যেই ম্যাচের চতুর্থ মিনিটে সাদিও মানের পাস খুঁজে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। প্রতিপক্ষের ডি বক্সের বাম কোণ থেকে রোনালদোর বাম পায়ের শট খুঁজে পায় আল-আহলির জাল। এই ম্যাচে আরও একটি গোল করেন রোনালদো। পর্তুগিজ তারকার জোড়া গোলের ম্যাচে শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে সৌদি প্রো লিগে আল-আহলিকে ৪-৩ ব্যবধানে হারায় আল-নাসের।

ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামে আল-নাসের। শুরুতেই গোল পেয়ে দলের উদ্দীপনা বেড়ে যায়। চতুর্থ মিনিটে রোনালদোর করা গোলের পর ধার বাড়ে আক্রমণের। ১৭ মিনিটে নিকোলাস তালিসকার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল-নাসের। ৩০ মিনিটে ব্যবধান কমান ফ্র্যাঙ্ক ক্যাসি। প্রথমার্ধের যোগ করা সময়ে তালিসকার দ্বিতীয় গোলে ৩-১ থেকে বিরতিতে যায় আল-নাসের।

প্রো লিগের শীর্ষ দুই দলের লড়াইটা বেশ জমজমাট ও উপভোগ্য হয়েছে। পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ। বিরতি থেকে ফিরে ব্যবধান কমান আহলির আলজেরিয়ান তারকা রিয়াদ মাহরেজ। মিনিট দুয়েক বাদেই অবশ্য আবারও দলকে এগিয়ে নেন নাসের অধিনায়ক রোনালদো।

প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে ছিটকে ফেলে ডি বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে পরাস্ত করেন আহলির গোলরক্ষককে।

৪-২ এ এগিয়ে থেকে অনেকটা নির্ভার ফুটবল খেলছিল নাসের। সে সুযোগে ৮৭ মিনিটে ফ্রেরাস আলব্রিকান গোল করলে ব্যবধান নেমে আসে ৪-৩ এ। ফের জমে ওঠে লড়াই। তবে, শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রেখে জয়ের দেখা পায় আল-নাসের।

এ ম্যাচে জোড়া গোলের মধ্য দিয়ে চলতি লিগে টানা ছয় ম্যাচ গোল করলেন রোনালদো। লিগে ছয় ম্যাচে রোনালদোর গোল এখন সর্বোচ্চ নয়টি।