অধিনায়কের যে কথা আস্থা যুগিয়েছে মিরাজকে

Looks like you've blocked notifications!
মেহেদী হাসান মিরাজ। ছবি : এএফপি

ভবিষ্যৎ সাকিব আল হাসান কেউই হবেন না সেটা নিশ্চিত, তবে কেউ যদি সাকিবের কাছাকাছি যেতে পারেন তবে সেটা কেবল মেহেদী হাসান মিরাজ। সময়ের সাথে এই কথাটিই যেন প্রমাণ করে যাচ্ছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটে-দলে দ্যুতি ছড়িয়ে হয়েছেন ম্যাচসেরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের দাপুটে জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ৭৩ বলে ৫৭ আর বল হাতে ২৫ রানে ৩ উইকেট নিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মিরাজ। এমন অনবদ্য পারফরম্যান্সে টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে ভোলেননি মিরাজ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিরাজ বলেন,‘এটা সত্যিই আমার জন্য দারুণ অভিজ্ঞতা। আমি এর জন্য অনেক পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে চাই। বোলিংয়ের সময় আমি কিছুটা বিচলিত ছিলাম। তবে অধিনায়ক আমাকে সঠিক জায়গায় বোলিং করতে বলেন। তার সেই কথাই আমাকে আত্মবিশ্বাস যোগায়।’

নিজের ব্যাটিং প্রসঙ্গে মিরাজ বলেন,‘আমি বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। উইকেটে বল ভালো ঘুরছিল, তাই আমি টিকে থাকার চেষ্টা করি। আমি সবসময় নিচের দিকে ব্যাটিং করি, তাই এটা আমার জন্য ভালো সুযোগ ছিল ওপরের দিকে ব্যাট করে নিজেকে প্রমাণ করা। রানের ক্ষুধা আমার সবসময় ছিল, আর এটাই সেরা প্লাটফর্ম নিজেকে মেলে ধরার।’

সময়টা দারুণ যাচ্ছে মিরাজের। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও বলার মত পারফর্ম করেছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও করেছেন সেঞ্চুরি। সব মিলিয়ে পরের সাকিব হিসেবে হয়ত এখনই নিজেকে চেনাতে শুরু করেছেন মিরাজ।