ইউরো ২০২৮ ও ২০৩২ এর আয়োজকদের নাম ঘোষণা

Looks like you've blocked notifications!
ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ছবি : উয়েফা

আগামী বছর জার্মানিতে বসবে উয়েফা ইউরোর পরবর্তী আসর। ২০২৪ সালে জার্মানি এককভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করলেও পরের দুটি আসরে একাধিক আয়োজক দেশ থাকবে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) ২০২৮ ও ২০৩২ সালের ইউরোর আয়োজক দেশের নাম ঘোষণা করেছে উয়েফা। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২৮ ইউরো যৌথভাবে আয়োজন করবে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। ২০৩২ এর আসর বসবে ইতালি ও তুরস্কে।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পেয়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, ‘যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের খেলাধুলায় এটি একটি মাইলফলকের দিন। একসঙ্গে দুই দেশের ফুটবলের উন্নয়ন ঘটবে এবং তাতে সরকারি সহযোগিতা থাকবে, ব্যাপারটি অভূতপূর্ব। এটি একটি উৎসবের মতো। ইউরোপের দেশসহ গোটা বিশ্বকে স্বাগত জানাতে তর সইছে না আমাদের।‘

ইতালি ও তুরস্ক তাদের যৌথ বিবৃতিতে জানায়, ‘ইতালি ও তুরস্কের ফুটবল ফেডারেশন একত্রিত হয়ে ইউরো আয়োজন করবে, ‘এটি আমাদের জন্য সম্মানের। আমরা টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য ধরে রেখে আমাদের মতো অবদান রাখার চেষ্টা করব।‘