নতুন মাইলফলকের চ্যালেঞ্জ নিলেন রোনালদো

Looks like you've blocked notifications!
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : সিআরসেভেনের অফিসিয়াল ফেসবুক পেজ

ক্রিস্টিয়ানো রোনালদো এখন উড়ছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে যেন ফিরে গেলেন তারুণ্যে। ক্লাবের হয়ে ভালো খেলছেন। দেশের হয়ে ছন্দে আছেন। দেখা মিলছে সেই পুরোনো হাসিখুশি, নির্ভার রোনালদোর। আত্মবিশ্বাসী সিআরসেভেন সবসময় চ্যালঞ্জ নিতে ভালোবাসেন। ৩৮ বছর বয়সে এসে নিলেন নতুন চ্যালেঞ্জ। এক হাজার ক্যারিয়ার গোলের লক্ষ্য নির্ধারণ করলেন তিনি।

ইউরো ২০২৪ এর বাছাইপর্বে স্লোভাকিয়ার বিপক্ষে জোড়া করে পর্তুগালকে তুলেছেন মূলপর্বে। রোনালদো তাই আছেন ফুরফুরে মেজাজে। জোড়া গোলে তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৮৫৭। যার ১২৫টি দেশের হয়ে। এমন অবস্থায় পর্তুগিজ ক্লাব পোর্তোর সভাপতি নুনো পিন্টো রোনালদোর সঙ্গে বাজি ধরেছেন, তিনি ক্যারিয়ারে এক হাজার গোল করতে পারবেন কিনা।

ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমে গতকাল শনিবার (১৪ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, রোনালদোর সঙ্গে বাজি ধরেন নুনো। যদিও, সেটি মজা করে ধরা। রোনালদোও সেটি গ্রহণ করেন। নুনোকে জানিয়ে দেন নিজের লক্ষ্যের কথা।

রোনলদো বলেন, ‘এটা খুবই কঠিন। এটি নির্ভর করছে আমার মানসিকতার ওপর। করতে পারলে অবশ্যই আমি খুশি হব। যদি শারীরিকভাবে ফিট থাকি এবং আমি যেভাবে চাই সেভাবে আমার পা চলে তাহলে হয়তোবা হবে। তবে, হাজার গোল করার আগে ৯০০ গোল পূরণ করতে হবে। আমার মনে হয় আমি সেটি পারব।’

কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে ছয় ম্যাচে সাত গোল করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল-নাসেরের জার্সিতে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১১ গোল করেছেন সিআরসেভেন।