বন্দুকধারীর হামলার ঘটনায় বাতিল সুইডেন-বেলজিয়াম ম্যাচ
ইউরো ২০২৪ আসরের কোয়ালিফায়ারে গতকাল সোমবার (১৬ অক্টোবর) মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও সুইডেন। ম্যাচটি হচ্ছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। প্রথমার্ধ শেষে ম্যাচের ফল তখন ১-১। তবে বন্দুকধারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাতিল করা হয় বেলজিয়াম-সুইডেন ম্যাচ।
জানা গেছে, ম্যাচ চলাকালীন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। তাতে দেখা যায়, ব্রাসেলসের রাস্তায় দুই সুইডিশ সমর্থককে গুলি করে খুন করা হয়েছে। এই আবহে ব্রাসেলসের নিরাপত্তা বৃদ্ধি করা হয়। সতর্কতা জারি করা হয়। পরে সব দিক বিবেচনা করে বেলজিয়াম বনাম সুইডেন ম্যাচটি বাতিল করে দেয় উয়েফা। পাশাপাশি নিরাপত্তার কথা চিন্তা করে দর্শকদের স্টেডিয়াম থেকে বের হতেও দেওয়া হয়নি। প্রায় ৩৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন স্টেডিয়ামে।
উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাসেলসে আজ সন্ধ্যায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুই দলের সঙ্গে আলাপ-আলোচনা, স্থানীয় পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’
বেলজিয়ামের প্রধানমন্ত্রী এই হামলাকে ‘সন্ত্রাসবাদ’ বলেছেন এবং হামলাকারীকে এখনো ধরা যায়নি। বেলজিয়ামের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, গুলিতে নিহত দুই সুইডিশ নাগরিকের গায়ে তাদের দেশের জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।
সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিতে বলা হয়, ‘ব্রাসেলসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের স্বজনদের প্রতি সহমর্মিতা রইল।’ বেলজিয়াম ফুটবল দলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘ক্ষতিগ্রস্তদের পাশে আছি আমরা।’