ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ফুটবল দল। ছবি : বাফুফে

দেশের ফুটবলে বইছে সুসময়ের হাওয়া। হাভিয়ের কাবরেরার অধীনে বদলে যাওয়া এক বাংলাদেশ ফুটবল দলের দেখা মিলেছে। গত সপ্তাহে ২০২৬ বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। মালদ্বীপের মাঠে প্রথম লেগে ড্র করলেও দ্বিতীয় লেগে ঘরের মাঠ কিংস অ্যারেনায় দাপুটে জয় পায় লাল-সবুজের দল। এমন জয়ের পর ফিফা র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের অক্টোবরের র‌্যাঙ্কিং প্রকাশ করে। সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮৯ থেকে বাংলাদেশের অবস্থান এখন ১৮৩তম। বেড়েছে ১৮.৩৭ পয়েন্ট। ১৮৯ নম্বরে থাকাকালীন বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪.২৩। বর্তমান পয়েন্ট ৯১২.৬।

আগামী ১৭ নভেম্বর বিশ্বকাপের প্রিলিমিনারি বাছাই রাউন্ড দুইয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। মেলবোর্নের অ্যামি পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। বসুন্ধরা কিংস থেকে নিষেধাজ্ঞা থাকায় ডিফেন্ডার তপু বর্মণ, গোলরক্ষক আনিসুর রহমান জিকো অস্ট্রেলিয়া ম্যাচে সুযোগ পাবেন না। গতকাল দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সোহেল রানাও মিস করবেন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ।

এর আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা ঘোষণা দিয়েছিলেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি হতে চলেছে ফাইনাল অব দ্য ইয়ার। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটাই দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফলও পেলেন সপ্তাহের ব্যবধানে।