মিডিয়া-জনগণকে নিয়ে ভাবার সময় নেই : লিটন

Looks like you've blocked notifications!
লিটন কুমার দাস। ছবি : এএফপি

বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। সেমির দৌড় থেকে ছিটকে যাওয়ার পর এবার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও অনিশ্চিত লাল-সবুজের দল। স্বাভাবিকভাবেই এমন দুর্দশায় ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে সমর্থকদের পাশাপাশি মিডিয়া কি বলছে, সেটা নিয়ে ভাবার সময় নেই ব্যাটার লিটন দাসের।

গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ম্যাচ শেষে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লিটন বলেন, ‘মিডিয়া কি বলছে সেটি দেখার মতো সময় আমাদের নেই। আমরা আশা করব আপনারা আমাদের আগামীতেও সমর্থন দেবেন। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা আপনাদের সমর্থনের জন্যই ক্রিকেটকে উপভোগ করি। আশা করি এখনও আপনারা আমাদের সমর্থন দেবেন।’ 

লিটন আরও যোগ করেন, ‘সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করবো দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।’

চলতি বিশ্বকাপে খুব একটা ছন্দে নেই লিটন। যার ফলে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কিছুতেই কাটছে না। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৪৩ রান করে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেনি লিটন। তাই শেষ দুই ম্যাচে সান্ত্বনার জয় পেতে তার ছন্দে থাকাটা জরুরি।