ভারতীয় অধিনায়কের সংবাদ সম্মেলনে সাংবাদিক মাত্র দুজন

Looks like you've blocked notifications!
সংবাদ সম্মেলনে সূর্যকুমার যাদব। ছবি : বিসিসিআই

প্রায় দুই মাস আগে ফিরে যাই। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ভারতীয় সাংবাদিকের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। আসরে ভারতের ক্রমাগত ভালো পারফরম্যান্সে সেমিফাইনাল ও ফাইনালের আগে সেটি ২০০ ছাড়ায়। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত হেরে যাওয়ার চারদিনের মাথায় সেই অসিদের সঙ্গেই টি-টোয়েন্টি সিরিজ।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে। সিরিজে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। স্বভাবতই অধিনায়কত্ব পেয়ে উচ্ছ্বসিত যাদব সংবাদ সম্মেলনে আসার সময় বেশ আগ্রহীই ছিলেন। ভারতের নতুন অধিনায়ক বলে কথা। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার রোমাঞ্চ তো যেনতেন নয়। কিন্তু, কনফারেন্স রুমে প্রবেশ করে যাদব মুখোমুখি হলেন ভিন্ন অভিজ্ঞতার। সংবাদ সম্মেলন কাভার করতে এলেন মাত্র দুজন সাংবাদিক!

যাদবের মুখ থেকে শুরুতেই বিস্ময়সূচক বাক্য বের হলো, মাত্র দুজন সাংবাদিক? ভারতীয় বার্তা সংস্থা এএনআই ও পিটিআই ছাড়া আর কোনো গণমাধ্যম সেখানে উপস্থিত ছিল না। অল্প কিছু প্রশ্নের পরই ছেড়ে দেওয়া হয় নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে। যাদবের চেহারার ভাষায় মনে হয়েছিল, আরও প্রশ্ন পেলে খুশি হতেন তিনি। অথচ, দুই সাংবাদিকের না কি প্রশ্ন ফুরিয়ে গেছে।

অন্যদিকে, এই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড সংবাদ সম্মেলনেই আসেননি। আসবেন কী করে, কোনো সাংবাদিকই যে উপস্থিত হননি ওয়েডকে প্রশ্ন করতে।