ইউরো ২০২৪ : গ্রুপ অব ডেথে স্পেন-ইতালি

Looks like you've blocked notifications!
ইউরো ২০২৪ ড্র অনুষ্ঠান। ছবি : এএফপি

ইউরো ২০২৪ আসরের দামামা বেজে গেল। জার্মানির হ্যামবুর্গে অনুষ্ঠিত হয়ে গেল ড্র। গতবারের চ্যাম্পিয়ন ইতালি ‘বি’ গ্রুপে পেয়েছে স্পেন, আলবেনিয়া ও ক্রোয়েশিয়াকে। একেই বলা হচ্ছে মৃত্যুকূপ। আগামী বছরের জুন–জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে এবারের ইউরো।

গতকাল শনিবার (২ ডিসেম্বর) রাতে চূড়ান্ত হয় গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে। ২৪টি দলকে ভাগ করা হয়েছে মোট ছয়টি গ্রুপে। অর্থাৎ, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। গ্রুপ পর্বে তারা প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে খেলবে। ড্রতে তুলনামূলক কঠিন গ্রুপ পেয়েছে ফ্রান্সও।

ইতালি তাদের প্রথম ম্যাচ খেলবে আলবেনিয়ার বিপক্ষে। ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু হবে ২০০৮ ও ২০১২ সালের চ্যাম্পিয়ন স্পেনের। সর্বশেষ দুটি ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা ফরাসিরা ‘ডি’ গ্রুপে পেয়েছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়াকে।

প্লে–অফ থেকে যে তিনটি দল ইউরোয় জায়গা করে নেবে, তাদের একটি যাবে গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে আছে বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া। তাদের সঙ্গে যুক্ত হবে প্লে–অফের ইসরায়েল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের যেকোনো এক দল।

গ্রুপ এ

জার্মানি (আয়োজক), স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি

স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া

গ্রুপ সি

স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড

গ্রুপ ডি

প্লে অফের দল, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স

গ্রুপ ই

বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফের দল

গ্রুপ এফ

তুরস্ক, প্লে-অফের দল, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল