যেখানে সাকিবকেও পেছনে ফেললেন তাইজুল

Looks like you've blocked notifications!
তাইজুল ইসলাম। ছবি : বিসিবি

বল হাতে সময়টা দারুণ কাটছে তাইজুল ইসলামের। বাংলাদেশি এই স্পিনারের ঘূর্ণি জাদুতে সিলেট টেস্টে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে চার, দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে একাই ধসিয়েছেন কিউইদের ব্যাটিং। বাংলাদেশ তুলে নেয় চমৎকার জয়। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও পান তাইজুল। ঢাকা টেস্টেও শেষ বিকেলে দুই উইকেট নিয়ে কিউইদের থামিয়েছেন অল্পতে।

সিরিজজুড়ে এখন পর্যন্ত দুর্দান্ত বোলিংয়ে তাইজুল নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশকে। ভালো খেলার স্বীকৃতিও পেলেন এই স্পিনার। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে আজ বুধবার (৬ ডিসেম্বর) টেস্ট বোলারদের তালিকায় আট ধাপ এগিয়েছেন তাইজুল। ২২ নম্বর থেকে এগিয়ে তার অবস্থান এখন ১৪তম। যা এই বাঁহাতির ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং।

তাইজুল আরও এক জায়গায় ছাড়িয়ে গেছেন সব বাংলাদেশিকে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭০৮। বাংলাদেশি বোলারদের মধ্যে টেস্টে যা সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালে ৭০৫ পয়েন্ট নিয়ে সাকিব উঠেছিলেন টেস্ট বোলারদের তালিকায় সপ্তম স্থানে। যা টপকে গেছেন তাইজুল।

সিলেট টেস্টে বাংলাদেশের জয়ে ব্যাট হাতে অবদান রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন শান্ত। ৫৫ থেকে উঠে এসেছেন ৪২ নম্বরে। এটি তার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চার ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। ২৪ থেকে এগেয়ে তার অবস্থান এখন ২০তম।