ঝুঁকিপূর্ণ পিচের কারণে পরিত্যক্ত বিগ ব্যাশের ম্যাচ
বৃষ্টি, ফ্ল্যাডলাইট কিংবা প্রাকৃতিক দুর্যোগ, কতভাবেই তো ক্রিকেট ম্যাচ পরিত্যক্ত হয়। তাই বলে বাজে পিচের কারণে ম্যাচ বাতিল; শুনতে অদ্ভুত লাগলেও এবার এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পার্থ স্করচার্স-মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে।
নির্ধারিত সময়ে টস এবং ম্যাচ শুরু হলেও ৬.৫ ওভার পর খেলা বন্ধ হয়ে যায়। পরে মাঠ পরীক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। রেনেগেডস–স্কোরচার্স ম্যাচটি হয়েছে সাউথ গিলংয়ের কার্দিনিয়া পার্কে। আগের রাতে স্টেডিয়াম অঞ্চলে প্রচুর বৃষ্টি হওয়ায় কাভারের নিচে ঢাকা পিচও ভিজে যায়। ম্যাচ শুরুর আগ পর্যন্ত শুকানোর চেষ্টা চালালেও সেটি পুরোপুরি সফল হয়নি।
ভেজা মাঠের সুবিধা নিতে রেনেগেডসের অধিনায়ক নিক ম্যাডিসন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন। পরে স্কোরচার্স ব্যাট করতে নামলে উইকেটের অসম বাউন্স বোলার–ব্যাটসম্যান দুই পক্ষের জন্যই অস্বস্তিকর হয়ে ওঠে। ইনিংসের সপ্তম ওভারে উইল সাদারল্যান্ডের পঞ্চম ডেলিভারি অফ স্টাম্পের বেশ বাইরে পড়ার পর অস্বাভাবিক আচরণ করলে এ নিয়ে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন ব্যাটসম্যান জস ইংলিস। তখনই ম্যাচ বন্ধ করে দেন দুই আম্পায়ার।
খেলা বন্ধ হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়েছে। বলেছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া খেলা বন্ধের মত হতাশাজনক ঘটনার পর্যালোচনা করবে, খেলা বন্ধের কারণে দর্শক এবং খেলোয়াড়দের অনেক হতাশ হতে হয়েছে।’
ওই ম্যাচের আম্পায়ার বেন ট্রেলোয়ার বলেছেন, ‘শেষ বলটিতে বেশ অস্বাভাবিক আচরণ দেখেছিলাম এবং আমাদের মনে হয়েছিল সেটি বিপজ্জনক। তাই খেলা বন্ধ করে দিয়েছি। আমরা প্রথমে যখন পিচ দেখেছিলাম, তখন বেশ ভালো দেখেছিলাম। প্রথম কিছু ওভারের পর আমরা আশা করছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’