সেমিতে দুইশ’র আগেই ভারতকে থামাল বাংলাদেশ
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বয়সভিত্তিক কোনো আসরে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা। তবে, এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অপ্রতিরোধ্য লাল-সবুজের দল। যুব এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ১৮৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমী মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মারুফ মৃধা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। প্রথম ওভারে মারুফের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। দুই বলে দুই রান আসে তার ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ফের ধাক্কা খায় ভারত। এবারও শিকারীর ভূমিকায় মারুফ। দলীয় ১০ রানের মাথায় তুলে মারতে গিয়ে শিহাবের হাতে ধরা পড়েন আরশিন কুলকার্নি। ছয় বলে খেললেও এক রানের বেশি করতে পারেননি তিনি।
দলীয় ১৩ রানের মাথায় অধিনায়ক উদয় শাহারানকে হারিয়ে আরও চাপে পড়ে ভারত। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তবে মুশির খান ও মুরুগান অভিষেকের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামাল দেয় তারা।
এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৪ রানের জুটি। মাঝে ৬১ বলে ফিফটি তুলে নেন মুশির। অবশেষে দলীয় ১৪৫ রানে রাব্বির বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মুশির। বাকি ব্যাটাররা মিলে ভারতকে আর বেশিদূর নিতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ৪২.৪ ওভারে ১৮৮/১০ (আদর্শ ২, কুলকার্নি ১, মলিয়া ১৯, উদয় ০, শচীন ১৬, মুশির ৫০, অভিনিশ ০, মুরুগান ৬২, পান্ডে ১, রাজ ১১, তিওয়ারি ৬; মারুফ ১০-১-৪১-৪, ইমন ৯-১-৩১-০, বর্ষন ৭-০-৩৯-২, রিজওয়ান ২-০-১২-০, জীবন ৮.৪-০-২৯-২, রাব্বি ৬-০-৩৩-১)