এশিয়া কাপ জয়ী যুবাদের নিয়ে মিরাজের বার্তা
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশ। আসরের ফাইনালে রোববার (১৭ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। এশিয়ার সেরা হওয়ার পথে একটি ম্যাচেও হারেননি রাব্বি-শিবলিরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আসর শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
পুরো আসরেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে জিতেছে তিন ম্যাচের সবকটিতে। সেমি ফাইনালে হারায় শক্তিশালী ভারতকে। ফাইনালে তো আরব আমিরাতকে উড়িয়েই দিয়েছে বাংলার যুবারা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে দলের সদস্যরা।
যুবাদের এমন অর্জনে যারপরনাই গর্বিত বাংলাদেশ। তাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জাতীয় ক্রিকেট দলের সদস্য মেহেদী হাসান মিরাজও জানালেন অভিনন্দন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রাব্বি-শিবলিদের নিয়ে পোস্ট করেন মিরাজ। সেখানে তিনি লেখেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বিজয়! তরুণ টাইগারদের থাবার ছাপ এবার ইতিহাসের পাতায়! অভিনন্দন।’
মিরাজ নিজেও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। এই অলরাউন্ডারের নেতৃত্বে বাংলাদেশ উঠেছিল যুব বিশ্বকাপের সেমিফাইনালেও। তাই, তরুণদের অর্জনে তার উচ্ছ্বাস একটু বেশিই।