সেই ফাইনালই কি ইতিহাসের সেরা, প্রশ্ন ফিফার

Looks like you've blocked notifications!
কাতার বিশ্বকাপের ফাইনালে মেসি-এমবাপ্পে। ছবি : এএফপি

ঠিক এক বছর আগে মঞ্চস্থ হয়েছিল কাতার বিশ্বকাপের ফাইনাল। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ২০০২ এর ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল। একটা ফাইনাল যেমন হওয়া উচিত, যতটা উত্তেজনা থাকা উচিত, কোনো কিছুরই কমতি ছিল না সে ম্যাচে। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস খেলা শেষ হয় ৩-৩ সমতায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। ঘোচায় ৩৬ বছরের শিরোপার আক্ষেপ।

ঐতিহাসিক ফাইনালের এক বছর পূর্ণ হলো আজ সোমবার (১৮ ডিসেম্বর)। সেই ম্যাচের পর বদলে গেছে আর্জেন্টাইন ফুটবলের চিত্র। দাপটের সঙ্গে গত এক বছর ধরে খেলছে দুর্বার ফুটবল। বুক থেকে পাথর সরে গেলে যেমন হালকা হয় নিঃশ্বাস, আর্জেন্টিনার বেলাতেও হয়েছে সেটিই। মেসি-ডি মারিয়ারা এখন ফুটবল খেলেন আনন্দের সঙ্গে। হারানোর কিছু নেই। যা চেয়েছেন, তারা তা পেয়েছেন। এখন সময় শুধুই এগিয়ে চলার।

ভক্তদের ভালোবাসা নিয়ে বেশ ভালোভাবেই আগামীর পথে ছুটছে আর্জেন্টিনা। এক বছর পুরোনো, তবু মনে হয় খানিক আগের তরতাজা স্মৃতি। যা নিয়ে দুনিয়াজুড়ে এখনও উল্লাসের ঘোরে মেতে আছেন আকাশী-নীল ভক্তরা। এমনকি ফাইনালের বর্ষপূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ফিফা। ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ম্যাচটির স্কোরকার্ড দিয়ে ছুঁড়ে দেওয়া হয়েছে একটি প্রশ্ন— ‘এটিই কি সর্বকালের সেরা ম্যাচ?’

তর্কাকীতভাবে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল ছিল সেটি। বছর পার হলেও এখনও ঘোর থেকে বের হতে পারছেন না অনেকে। ফিফাও নিজেদের  পোস্টে লিখেছে, ‘এক বছর পার হয়ে গেছে। তবুও, যেন সেই ঘোর থেকে বের হতে পারছি না।’