মেসির মতো সেলিব্রেশনের ব্যাখ্যা দিলেন রাব্বি

Looks like you've blocked notifications!
বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে ট্রফি হাতে মেসির মতো সেলিব্রেশন রাব্বির। ছবি : বিসিবি

প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর থেকে আলোচনায় ট্রফি নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহফুুজুর রহমান রাব্বির উদযাপন। বিশেষ করে ট্রফি হাতে নিয়ে সতীর্থদের কাছে গিয়ে উঁচিয়ে ধরা পর্যন্ত তার সেই সেলিব্রেশনটা হুবুহু মিলে যায় ২০২২ বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির সঙ্গে। দেশে ফিরে এমন সেলিব্রেশনের ব্যাখ্যা দিলেন যুবাদের অধিনায়ক।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে দেশে ফিরেছে এশিয়া কাপ জয়ী যুব ক্রিকেটাররা। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে সন্ধ্যায় বিসিবি প্রঙ্গণে পা রাখেন তারা। সেখানেই এশিয়া কাপ জয়ীদের বরণ করে নেয় বিসিবি।

এ সময় মেসির মতো সেলিব্রেশনের ব্যাখ্যা দিয়ে রাব্বি বলেন, ‘আসলে কাউকে অনুকরণ করার বিষয় না। আমি নিজে ব্রাজিল সমর্থন করি। মেসির সেলিব্রেশন করাটার মূল কারণ আমার দল এটা খুব উপভোগ করে। তাদের জন্য এটা করা। এই সেলিব্রেশন করলে সবাই খুব চাঙা থাকে। আর এ সময়ে দলকে চাঙা রাখাটা যে খুব গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের মূল লক্ষ্য দক্ষিণ আফ্রিকাতে আগামী বছর অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।’

মেসির মতো ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন কি না, এমন প্রশ্নে যুবা অধিনায়ক বলেন, ‘ট্রফিটা আমার কাছেই ছিল। আমার কাছেই আছে। ফাইনাল ম্যাচের আগের দুইদিন খুব স্ট্রাগল করেছি। তাই যখন পেয়েছি, জিনিসটা আমার কাছে ছিল। অনেক কষ্ট করতে হয়েছে এই ট্রফির জন্য। দিনশেষে চ্যাম্পিয়ন হতে পেরেছি এটাই বড় অর্জন।’