দানি আলভেজের শুনানি ৫ ফেব্রুয়ারি

Looks like you've blocked notifications!
দানি আলভেজ। ছবি : এএফপি

চলতি বছরের জানুয়ারিতে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। তার বিরুদ্ধে আনা এক নারীর অভিযোগে কারাগারে যেতে হয় তাকে। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা। এবার এই মামলায় তার ৯ বছরের কারাদণ্ড ও এক লাখ ৬৩ হাজার মার্কিন ডলার জরিমানার দাবি করলেন বাদীপক্ষের আইনজীবী। মামলার শুনানি ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্পেনের আদালত।

গোল ডটকমে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হন তারকা ফুটবলার আলভেজের বিরুদ্ধে বাদীপক্ষের যে চাওয়া, সেই বিষয়ে শুনানি শুরু হবে ৫ ফেব্রুয়ারি। শুনানির পর আদালত নিজেদের রায় জানাবে। 

সর্বশেষ শুনানিতে আলভেজের ৯ বছরের সাজা চেয়েছে বাদীপক্ষ। পাশাপাশি তারা দাবি করেছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। তবে, আলভেজ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আদালত এই বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না বলে জানিয়েছেন।

আলভেজের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত বছরের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেন তিনি।

অভিযোগের পর গ্রেপ্তার হলে আবেদন করেও জামিন পাননি ৪০ বছর বয়সী এই ফুটবলার। যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে আলভেজ বলেছিলেন, ‘আমি স্বেচ্ছায় কাউকে আঘাত করিনি, সেই রাতেও করিনি। আমি জানি না তিনি সজ্ঞানে আছেন কি না, রাতে তার ভালো ঘুম হয় কি না। কিন্তু, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। প্রত্যাশা করছি, তিনি সচেতন হবেন ও সজ্ঞানে ফিরবেন। তবে, রাতে আমি শান্তিতে ঘুমাই। জানি আমি নির্দোষ।’