জার্সি পরাকে কেন্দ্র করে স্থগিত হলো তুর্কি সুপার কাপের ফাইনাল

Looks like you've blocked notifications!
গ্যালাতাসারাই ও ফেনেরবাচ ম্যাচ। ছবি : এক্স

তুর্কি সুপার কাপের ফাইনাল হওয়ার কথা ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে। কিন্তু, সৌদিতে তুরস্কের জাতীয় সংগীত বাজাতে না দেওয়া এবং আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তুর্কি সুপার কাপের ফাইনাল স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (৩০ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী,  রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রচুর দর্শকসমাগমও হয়েছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ গ্যালাতাসারাই ও ফেনেরবাচের চাওয়া পূরণ না করায় ক্লাব দুটি যৌথভাবে না খেলার সিদ্ধান্ত নেয়।

তুর্কি সংবাদ মাধ্যমের দাবি, ঘটনাটি ঘটেছে জার্সি পরাকে কেন্দ্র করে। ইস্তাম্বুলের দুই ক্লাব চেয়েছিল, মূল ম্যাচের আগে ওয়ার্মআপে আধুনিক তুরস্কের জনক মোস্তাফা কামাল আতাতুর্কের স্লোগান সংবলিত জার্সি পরতে। কিন্তু তাদের সেই দাবি মানতে রাজি ছিল না সৌদি কর্তৃপক্ষ।

যদিও আয়োজকেরা দাবি করেছেন, ক্লাব দুটি ম্যাচের নিয়মকানুন মানেনি। স্থগিত হয়ে যাওয়া ম্যাচ কবে, কোথায় হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। বিবৃতিতে সৌদি কর্তপক্ষকে এই আয়োজনের চেষ্টার কারণে ধন্যবাদ জানিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন ও দুই ক্লাব। এবার ছিল তুর্কি সুপার কাপের ৫০তম আসর। আর এবারই প্রথম খেলা হওয়ার কথা ছিল সৌদি আরবে।

এর আগে, গত ১২ ডিসেম্বর এক রেফারির মুখে ঘুষি মারার অপরাধে গ্রেপ্তার হয়েছেন তুরস্কের ফুটবল ক্লাব আঙ্কারাগুজুর সভাপতি ফারুক কোজা। এই ঘটনায় তাকে আজীবনের নিষেধাজ্ঞা দিয়েছে তুর্কি ফুটবল ফেডারেশন। নিষেধাজ্ঞা পেয়েছে তার ক্লাবটিও।