শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হাথুরুসিংহে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের স্বাদ পায় বাংলাদেশ। অধিনায়ক হিসেবে বেশ সাহসী শান্ত সিদ্ধান্ত নিতে পারেন ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কিউইদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারানোর আগে দেশের মাটিতে টেস্টেও তাদের হারিয়েছে বাংলাদেশ। সেটিও শান্তর নেতৃত্বে। তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই।
সময়ের সঙ্গে শান্ত যেন আরও পরিণত। একটা সময় সমালোচনা তীরে বিদ্ধ হওয়া এই ক্রিকেটারই এখন দলের কাণ্ডারি। ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বেও ছড়াচ্ছেন মুগ্ধতা। মাঠে তার নামের মতোই শান্ত থাকা, ম্যাচের পরিস্থিতি বুঝে কৌশল বদলানো, সবকিছুই চমৎকার। সাকিব আল হাসানের পর অস্থায়ী হলেও আরেকজন নির্ভয় অধিনায়ক পেয়েছে বাংলাদেশ। তার অধীনে তরুণরাও নিজেদের মেলে ধরছেন ভালোভাবে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও জানান, শান্তর নেতৃত্বগুণ অসাধারণ। কৌশলগত দিক থেকে সে অনেক পরিণত।
শান্ত প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘এই সিরিজে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি হচ্ছে শান্তর অধিনায়কত্ব। সে দারুণ করেছে। কৌশলগত দিক থেকে পুরোপুরি ঠিক ছিল। ক্রিকেটারদের প্রতি যথেষ্ট সচেতন ছিল। তাদের কাছ থেকে চাওয়ার ব্যাপারেও সে স্পষ্ট থেকেছে। কী চায়, তা পরিষ্কার করেছে। নিজেও পারফর্ম করেছে।’
এর আগে শান্তর ব্যাপারে হাথুরুসিংহে বলেছিলেন, ‘অধিনায়কত্ব ও নেতৃত্ব আলাদা জিনিস। তার অধিনায়কত্ব অসাধারণ। কৌশলগত দিক থেকে সে সবসময় নিজের সেরা অবস্থানে থাকে।’