যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Looks like you've blocked notifications!
বাংলাদেশ যুব ক্রিকেট দল। ছবি : বিসিবি

মহাকালের অমোঘ নিয়মে ইতিহাসের পাতা থেকে বিদায় নিল আরেকটি বছর। শুরু হলো ইংরেজি নতুন বছর ২০২৪। চলতি বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযানে নামবে বাংলাদেশের যুব ক্রিকেটাররা। টুর্নামেন্টটিকে সামনে রেখে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সোমবার (১ জানুয়ারি) এশিয়া কাপ জেতানো মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। এছাড়াও স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরও ছয় ক্রিকেটার। মূলত এশিয়া কাপের দলটি রেখে দিয়েছে হান্নান সরকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

১৯ জানুয়ারি থেকে টুর্নামেন্ট চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমে গ্রুপপর্ব শেষে ১২টি দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্স হবে দুটি গ্রপে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এই দলগুলোকে চারটি গ্রপে ভাগ করে সূচি দিয়েছে আইসিসি। যেখানে ভারতের গ্রুপে পড়েছে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আরও আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

মোহাম্মদ আশিকুর রহমান শিবলী, জিসান আলম, চৌধুরী, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রোহনাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।