এটি সবে শুরু, সামনে আরও ভালো হবে : শরিফুল
বছর শেষের নিউজিল্যান্ড সিরিজটা সব মিলিয়ে দারুণ কেটেছে বাংলাদেশের। প্রায় তারুণ্যনির্ভর এক দল নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারলেও জয় পেয়েছে শেষ ম্যাচে। ১৬ বছর ও ১৮ ম্যাচ পর কিউইদের তাদের মাটিতে প্রথমবার হারানোর আনন্দে মাতে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত থাকে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও। সেটিও ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে কিউইদের মাঠে প্রথম।
টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ হলেও সিরিজসেরা হয়েছেন শরিফুল ইসলাম। দারুণ এক সিরিজ কাটিয়ে গতকাল সোমবার (১ জানুয়ারি) দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন শরিফুল। জানান, চমৎকার এক সিরিজ কেটেছে। এটি সবে শুরু। সামনে আরও ভালো করবে দল।
বিমানবন্দরে এই পেসার বলেন, ‘কেবল তো শুরু। সামনে আরও ভালো হবে। দেশের বাইরে একজন সিরিজসেরা হয়েছে। সামনে আরও অনেকেই হবে। যে কোনো কন্ডিশনে আমরা এখন মানিয়ে নিতে পারি। এই সিরিজটা বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। দলগত পারফরম্যান্স বাড়াবে। আমাকেও ব্যক্তিগতভাবে প্রেরণা দেবে এই সিরিজ।’
কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচে ছয় উইকেট পান বাংলাদেশি এই পেসার। একটা সময় বাংলাদেশকে স্পিননির্ভর দল বলা হতো। স্পিনের বলয় থেকে বেরিয়ে পেসাররাও অবদান রাখছেন সামনে থেকে, শরিফুল যেন এমন বার্তাই দিলেন। প্রাপ্তি হিসেবে যোগ হলো বছরের শেষ সিরিজে বিদেশের মাটিতে সিরিজসেরা হওয়ার সম্মান।