দলকে ডুবিয়ে ৮৩ দিনের মাথায় চাকরি হারালেন রুনি

Looks like you've blocked notifications!
ওয়েন রুনি। ছবি : এএফপি

খেলোয়াড় হিসেবে সফল হলেও কোচ হিসেবে মুদ্রার উল্টো পিঠ দেখছেন সাবেক ইংলিশ তারকা ফুটবলার ওয়েইন রুনি। নতুন পেশা হিসেবে কোচিং বেছে নিলেও খেলোয়াড়ি জীবনের সাফল্য এখনও ধরা দেয়নি তাকে। এবার ফের চাকরি হারিয়েছেন রুনি।

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে চ্যাম্পিয়নশিপের দল বার্মিংহ্যাম সিটি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘বার্মিংহ্যাম সিটি আজ কোচ ওয়েইন রুনি ও কার্ল রবিনসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সর্বোচ্চ চেষ্টার পরও প্রত্যাশা অনুযায়ী ফল আসছিল না। তাই ক্লাবের ভালোর জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বোর্ড।’

পরবর্তীতে রুনি নিজেও প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছেন, ‘আমি টম ওয়াগনার, টম বার্ডি এবং গ্যারি কুককে (ক্লাবের শীর্ষ কর্মকর্তা) বার্মিংহ্যামের কোচ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। ক্লাবে স্বল্প সময়ে দায়িত্ব পালনকালে তারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন।’

দায়িত্ব পাওয়ার পর সাবেক ইংলিশ অধিনায়ক ক্লাবটির হয়ে দায়িত্ব পালন করেছেন ১৫ ম্যাচে ও ৮৩ দিন। এর মাঝেই শেষ হয়ে গেল তার বার্মিংহ্যাম অধ্যায়। রুনির অধীনে দলটি ১৫ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে, জয় কেবল দুটি ও ড্র চারটি ম্যাচে। সাড়ে তিন বছরের চুক্তিতে গত ১১ অক্টোবর তাকে নিয়োগ দিয়েছিল বার্মিংহ্যাম।