র্যাঙ্কিংয়ে বড় লাফ শরিফুলের, সুখবর পেলেন মুস্তাফিজও
র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ করেছেন তিনি। যার পুরস্কার হিসেবে র্যাঙ্কিং থেকে শরিফুল পেয়েছেন বড় সুখবর। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন তরুণ এই বাঁহাতি পেসার।
নতুন বছরে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজও। নিউজিল্যান্ড সফরে নিয়ন্ত্রিত বোলিং করে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার।
আজ বুধবার (৩ জানুয়ারি) নিজেদের র্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। যেখানে দেখা যায়, টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৪৬২ পয়েন্ট নিয়ে ৫৬ নম্বরে উঠে এসেছেন শরিফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছিলেন শরিফুল। এ ছাড়া প্রথমবার হয়েছেন সিরিজ সেরা। যার পুরস্কার হিসেবেই এবার পেলেন র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার খবর।
অন্যদিকে, পাঁচ ধাপ আগানো মুস্তাফিজ উঠে এসেছেন ২২ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। এই সংস্করণে আট ধাপ এগিয়েছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল স্যান্টনার। ৬৫৭ রেটিং নিয়ে এখন ৮ নম্বরে তার অবস্থান। ৭২৬ রেটিং নিয়ে এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ।
এ ছাড়া, টি-টোয়েন্টি ব্যাটিং ও অলরাউন্ডারের তালিকায় আসেনি তেমন কোনো পরিবর্তন। ব্যাটিংয়ে ৮৮৭ রেটিং নিয়ে এক নম্বরে সুরিয়াকুমার যাদব। অলরাউন্ডারদের মধ্যে ২৫৬ রেটিং নিয়ে শীর্ষে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান।