পিএসজি ছাড়ার বিষয়ে নতুন খবর দিলেন এমবাপ্পে

Looks like you've blocked notifications!
কিলিয়ান এমবাপ্পে। ছবি : পিএসজির অফিসিয়াল ফেসবুক পেজ

কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের মধ্যে চুক্তি প্রায় সম্পন্ন। যে কোনো সময় আসতে পারে ঘোষণা—গত কয়েক মৌসুম ধরে দলবদলের সময়ে এই কথাগুলো মুখস্ত হয়ে গেছে ফুটবলপ্রেমীদের। শেষ পর্যন্ত এমবাপ্পের আর মাদ্রিদে আসা হয়ে ওঠে না। গেল কয় মৌসুম ধরে প্রতিবার দলবদলের বাজারে সবচেয়ে বেশি আলোচনা হয় মাদ্রিদ-এমবাপ্পেকে নিয়ে। গত মৌসুমে তো ফরাসি এই তারকার মাদ্রিদে চলে আসার জোরালো সম্ভাবনা ছিল।

শুরু হয়েছে আরেকটি দলবদল। গতকাল ১ জানুয়ারি থেকে শুরু হলো শীতকালীন দলবদল। মাদ্রিদের কর্মকর্তাদের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছিল, এবারই শেষবারের মতো এমবাপ্পের জন্য প্রস্তাব রাখবে মাদ্রিদ। আগের সবকিছু বাদ দিয়ে একদম নতুনভাবে প্রস্তাব রাখা হবে পিএসজির কাছে। ফরাসি তারকা ও পিএসজি যদি সেটি গ্রহণ করে, তাহলে ভালো। না হলে, এটিই হতে পারে এমবাপ্পের জন্য দেওয়া মাদ্রিদের শেষ প্রস্তাব।

যাকে নিয়ে এত কথা, সেই এমবাপ্পে এবার কথা বলেছেন এই বিষয়ে। গতকাল বুধবার (৩ জানুয়ারি) তুলুজকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নেয় পিএসজি। ম্যাচ শেষে এমবাপ্পের কাছে গণমাধ্যমের জিজ্ঞাসা ছিল তার ভবিষ্যৎ নিয়ে। তিনি জানালেন, তার হাতে কিছু নেই।

গোল ডটকমে প্রকাশিত আজ বৃহস্পতিবারের (৪ জানুয়ারি) প্রতিবেদন মতে এমবাপ্পে বলেন, ‘আমি নিজের সিদ্ধান্ত নিতে পারব না। পিএসজির সঙ্গে আমার একটি চুক্তি আছে। গত গ্রীষ্মে ক্লাব প্রেসিডেন্টের (নাসের আল খেলাইফি) সঙ্গে আমার কথা হয়েছে। আমি নিজের পছন্দ জানাতে পারব না। যখন সিদ্ধান্ত জানানোর সময় হবে, আমি অবশ্যই বলব্ তবে, সেটি কখন তা বলতে পারছি না। এ মুহূর্তে আমি কেবল আমার দলকে শিরোপা জয়ে সাহায্য করতে চাই।’