তামিমের এনে দেওয়া ব্যাটে বিশ্বকাপ মাতাবেন যুবারা
দক্ষিণ আফ্রিকায় আগামী ১৯ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে এশিয়া কাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে দেশসেরা ওপেনার তামিম ইকবালের কাছ থেকে উপহার পেলেন যুব ক্রিকেটাররা।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি ব্যাট ব্যবহার করেন তামিমই। তার বিশেষ চাহিদা অনুযায়ী ব্যাটগুলো তৈরি করে ‘সিএ’ কোম্পানি। গত মাসে এশিয়া কাপ চলাকালীন তাই তামিমের কাছ থেকে ব্যাট কেনার ইচ্ছা প্রকাশ করেন যুব দলের ক্রিকেটাররা। তাদের হয়ে নির্বাচক হান্নান সরকার তামিমের সঙ্গে যোগাযোগ করেন। সেসময় ৪-৫টা ব্যাট কেনার কথা জানান হান্নান।
তবে তামিম বিসিবির সঙ্গে কথা বলে পুরো ১৫ জনের জন্যই ব্যাট কেনার ব্যবস্থা করেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গে কথা বলে ব্যাটের ব্যবস্থা করেন তামিম। এরপর পাকিস্তানি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি ‘সিএ’কে ব্যাটের অর্ডার দেন এই ওপেনার।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুবাই থেকে ফেরার পর সকাল সকাল ইনডোরে অনুশীলন করতে এসেছেন তামিম। অনুশীলনে আসার সময় সবগুলো ব্যাট সঙ্গে করে নিয়ে আসেন। এদিকে যুব বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন করছেন তরুণ ক্রিকেটাররা। এরই ফাঁকে একাডেমি মাঠে যুবাদের ব্যাট বুঝিয়ে দেন তামিম নিজে।