সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে বিপাকে পাকিস্তান

Looks like you've blocked notifications!
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। ছবি : ক্রিকেট অস্ট্রেলিয়া

নতুন বছরে পাকিস্তানের প্রথম টেস্টের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো।  আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও সিয়াম আয়ুব দুজনেই ফেরেন ডাক মেরে। তবুও প্রথম ইনিংসে জামালের দৃঢ়তায় ৩০০ ছাড়ানো পুঁজি পায় পাকিস্তান।

বিপরীতে প্রথম ইনিংসে নেমে অস্ট্রেলিয়া থামে ২৯৯ রানে। এতে কিছুটা স্বস্তি নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করতে পারতো পাকিস্তান। কিন্তু সেটা আর হলো কই?

বরং দ্বিতীয় ইনিংসে তাদের ব্যাটিং আরও ভয়াবহ। স্কোরবোর্ডে ৬৮ তুলতেই সাত উইকেট নেই তাদের। ফলে সিডনিতে তৃতীয় দিন শেষে বিকাপে পড়েছে সফরকারীরা।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) দিন শেষে মাত্র ৬৮ রান তুলতে পেরেছে পাকিস্তান। তাতে লিড দাঁড়িয়েছে ৮২ রান। এবার টেলএন্ডারদের নিয়ে চতুর্থ দিন পুঁজি বড় করতে না পারলে সিডনিতে বিপদ বাড়বে অতিথিদের।

আজ তৃতীয় দিন ২ উইকেটে ১১৬ রান নিয়ে শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ দলকে এগিয়ে নেন। কিন্তু দুজন পারলেন না লম্বা সময় টিকে থাকতে। লাঞ্চের আগ মুহূর্তে বিদায় নেন দুজনই। বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার ৬৮ বলে ৩৪ রান করেন। তাঁর সঙ্গে ১৪৭ বলে ৬০ রান করেন।

এরপর শুরু হয় অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের লড়াই। লাবুশেনের পর স্মিথ খেলেন ৩৮ রানের ইনিংস। অ্যালেক্স ক্যারিও করেন ৩৮। তবে, ১১৩ বলে ৫৪ রানের ইনিংস উপহার দেন মিচেল মার্শ। মিডল অর্ডারের দৃঢ়তায় কোনো রকমে ২৯৯ রান তুলে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

পরে তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। যার মধ্যে চারটিই নেন জশ হ্যাজেলউড। দিনের শেষ দিকে এক ওভারে ৩টি উইকেট সহ ৫ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৪ উইকেট নেন এই অসি বোলার। ফলে, শঙ্কায় পড়ে তৃতীয় দিন শেষ হলো পাকিস্তানের।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৩১৩

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ১১৬/২) ১০৯.৪ ওভারে ২৯৯ (লাবুশেন ৬০, স্মিথ ৩৮, হেড ১০, মার্শ ৫৪, কেয়ারি ৩৮, স্টার্ক ১*, কামিন্স ০, লায়ন ৫, হেইজেলউড ০; সাজিদ ২৬-৫-৭৩-১, হামজা ২১-৯-৫৩-১, হাসান ২১-৬-৫৩-০, জামাল ২১.৪-২-৬৯-৬, সালমান ২০-৩-৪৩-২)।

পাকিস্তান ২য় ইনিংস: ২৬ ওভারে ৬৮/৭ (শফিক ০, আইয়ুব ৩৩, মাসুদ ০, বাবর ২৩, শাকিল ২, রিজওয়ান ৬*, সাজিদ ০, সালমান ০, জামাল ০*; স্টার্ক ৪-১-১৫-১, হেইজেলউড ৫-২-৯-৪, কামিন্স ৪-০-১৭-০, লায়ন ৯-২-১৬-১, হেড ৪-১-৭-১)।