মেসির সঙ্গে খেলা সত্যি ‘বিশেষ কিছু’, বললেন এমবাপ্পে

Looks like you've blocked notifications!
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

প্রায় দুই বছর ফরাসি ক্লাব পিএসজিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। মাঝে এই দুই তারকার দ্বন্দ্বের খবর বেশ রং ছড়িয়েছিল। দুজনের পথ দুই দিকে বেঁকে গেলেও প্রাক্তন সতীর্থ মেসিকে ভোলেননি এমবাপ্পে। আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলতে না পারা মিস করেন এমবাপ্পে।

গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে পিএসজিতে মেসির সঙ্গে খেলা নিয়ে কথা বলেন এমবাপ্পে।

মেসি প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘মেসির সঙ্গে খেলা অবশ্যই এমন কিছু, যা আমি অনেক মিস করি। আমার মতো একজন স্ট্রাইকার, যারা জায়গা করে আক্রমণে ওঠে, মেসি থাকলে এই নিশ্চয়তাটুকু থাকে যে সে বল পাবে। বলতে গেলে, তিনিই কেবল এটি পারেন। মেসির সঙ্গে খেলা সত্যিই বিশেষ কিছু ছিল।’

পিএসজির জার্সিতে মেসির সঙ্গে মোট ৬৭ ম্যাচ খেলেন এমবাপ্পে। তার অ্যাসিস্ট থেকে মেসি করেছেন ১৪ গোল। আর এমবাপ্পের ২০ গোলে অবদান রেখেছেন মেসি। এই সময়ে তারা জিতেছেন দুটি লিগ আঁ ও একটি ফরাসি সুপার কাপ শিরোপা। 

২০১৭ সালের মাঝামাঝি থেকে পিএসজিতে খেলছেন এমবাপ্পে। বন্ধু নেইমারের আমন্ত্রণ রাখতেই বার্সেলোনা ছেড়ে ২০২১ সালের আগস্টে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। প্যারিসে ২০২৩ সালের জুন পর্যন্ত আর্জেন্টাইন তারকার সঙ্গে খেলেন এমবাপ্পে। মেসি এরপর যোগ দেন ইন্টার মায়ামিতে।