ভারতকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল অস্ট্রেলিয়া
সাদা পোশাকে অস্ট্রেলিয়া বরাবরই শক্তিশালী এক প্রতিপক্ষ। গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা অসিরা গত বছরের শেষে পাকিস্তানকে সিরিজ হারিয়েছে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেল প্যাট কামিন্সের দল। ভারতকে টপকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করল অস্ট্রেলিয়া।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ভারতকে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া। বর্তমানে ১১৮ রেটিং নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। আর দুইয়ে আছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলেও প্রথম টেস্টে বড় ব্যবধানে হারায় রেটিং কমেছে রোহিত শর্মার দলের।
গত বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে কিছুদিনের জন্য র্যাঙ্কিংয়ে ১ নম্বরে ছিল অস্ট্রেলিয়া। এরপর সেটি ভারতের দখলে চলে যায়। এর আগে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে পর্যন্ত টানা ১৬ মাস র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া।
তবে, অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে রেটিং আরও বাড়িয়ে নেওয়ার। কারণ পাকিস্তানের বিপক্ষে চলমান সিডনি টেস্টে যদি জয় পায় অজিরা, সেক্ষেত্রে তাদের রেটিং আরও বাড়বে। বর্তমানে রেটিংয়ের দিক থেকে ওপরে থাকলেও পয়েন্টে এখনো পিছিয়ে কামিন্সদের দল। রোহিতদের পয়েন্ট ৩৭৪৬, অস্ট্রেলিয়ার ৩৫৩৪।