ওয়ার্নারকে যে আদুরে নামে ডাকেন খাজার মা
ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা—সাদা পোশাকে অস্ট্রেলিয়ার দুই ওপেনার। দুই সতীর্থ একসঙ্গে বহু ভালো শুরু এনে দিয়েছেন অসিদের। দুজনের বন্ধনটাও চমৎকার। যে বন্ধন বাইশ গজ, ড্রেসিংরুম ছাড়িয়ে পৌঁছেছে পারিবারিক পর্যায়ে। খাজার মা ফৌজিয়া তারিক ওয়ার্নারকে ভালোবাসেন নিজের ছেলের মতোই। আদর করে ডাকেন ডেভিল বা শয়তান বলে।
ওয়ার্নারের বিদায়ী টেস্টে সিডনিতে আজ শনিবার (৬ জানুয়ারি) মাঠে উপস্থিত ছিলেন খাজার মা। ম্যাচ শেষে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন ছেলের বন্ধুকে। ওয়ার্নারকে কতটা আদর করেন ফৌজিয়া, সেটি জানালেন খাজা নিজেই।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উঠে আসে খাজার কথাগুলো। খাজা বলেন, ‘আমার মা তাকে ভালোবাসে। ওয়ার্নারকে ডেভিল বলে ডাকে। সে একজন ডেভিল, এটি ভাবতেও মায়ের খুব ভালো লাগে। তবে, এটি ইতিবাচক অর্থেই বলেন তিনি। ওয়ার্নার মাঠে যেভাবে প্রতিপক্ষের ওপর চড়াও হয়, সে জন্যেই মা তাকে এই নামে ডাকে।’
২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ওয়ার্নারের। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ দিযে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান অসি এই ওপেনার। অস্ট্রেলিয়ার সাদা জার্সিতে ১১২টি ম্যাচ খেলেছেন এই তারকা। ১১২ টেস্টের ২০৫ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে আট হাজার ৭৮৬ রান। সেঞ্চুরি করেছেন ২৬টি, হাফসেঞ্চুরি ৩৭টি। আছে ট্রিপল সেঞ্চুরিও। ক্যারিয়ারের সর্বোচ্চ অপরাজিত ৩৩৫ রানের ইনিংসটি তিনি খেলেছেন পাকিস্তানের বিপক্ষে। গড়টাও দারুণ, ৪৪.৫৯।