নির্বাচনের পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : এএফপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে জয়ী হয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরদিনই আজ সোমবার (৮ জানুয়ারি) সাকিবকে দেখা গেল ঢাকায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছেন এই অলরাউন্ডার।

চোট ও নির্বাচনি ব্যস্ততায় দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন সাকিব। সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। খুব বেশি সময় বাকি নেই। নির্বাচন শেষে গতকাল রোববার (৭ জানুয়ারি) রাতেই মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব।

মিরপুরে সাকিব অনুশীলন করেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। নাজমুল আবেদীন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম, ট্রেইনার তুষার কান্তি হাওলাদার ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

বিকেল ‍তিনটার দিকে মিরপুরে আসেন সাকিব। অনুশীলন জার্সি পরে গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে। একদম প্রস্তুতি নিয়ে আসা যাকে বলে।