স্লোগানের জবাবে সাকিব বললেন—এটা রাজনীতির মাঠ নয়

Looks like you've blocked notifications!
সাকিব আল হাসান। ছবি : এএফপি

নির্বাচনি ব্যস্ততা শেষ না হতেই ক্রিকেট মাঠে ফিরলেন সাকিব আল হাসান। তবে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৮ জানুয়ারি) সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে নতুন পদবী। ক্রিকেটারের পাশাপাশি তিনি এখন সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে জয়ী হয়েছেন সাকিব। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার নির্বাচনে অংশ নেন তিনি।

মিরপুরে অনুশীলন করতে আসা এমপি সাকিবকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মাঠকর্মী ও সংশ্লিষ্টরা। এ সময় তারা স্লোগান দিতে থাকেন—সাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ফুলের মালা ও স্লোগানে মনে হচ্ছিল, সাকিব এখনও মাগুরাতেই আছেন।

পরক্ষণে সাকিব তাদের থামিয়ে দেন। তিনি হাসতে হাসতে বলেন, ‘এটা রাজনীতির মাঠ নয়। আমি আগের জায়গাতেই আছি। আমরা এখন ক্রিকেট মাঠে।’ এরপর দৌড়ে চলে যান মাঠের দিকে। সেখানে কিছুক্ষণ শারীরিক অনুশীলন চালিয়ে যান।

চোট ও নির্বাচনি ব্যস্ততায় দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন সাকিব। সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। খুব বেশি সময় বাকি নেই। নির্বাচন শেষে গতকাল রোববার (৭ জানুয়ারি) রাতেই মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব।

মিরপুরে সাকিব অনুশীলন করেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। নাজমুল আবেদীন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম, ট্রেইনার তুষার কান্তি হাওলাদার ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।