ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের পিচকে শাস্তি দিল আইসিসি

Looks like you've blocked notifications!
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড। ছবি : বিসিসিআই

ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্টের রেকর্ডের মালিক এখন কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড। ভারত ও সাউথ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ফলাফল এসেছিল মাত্র দেড় দিনে। যা নিয়ে ওঠে সমালোচনার ঝড়। অবশেষে, আলোচিত সেই পিচকে শাস্তি দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার সেই ম্যাচের পিচ অনেক বেশি বোলিং সহায়ক হওয়ায় ‘অসন্তোষজনক’ হিসেবে রেট করে আইসিসি। আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়ার অধীনে নেওয়া হয় এই সিদ্ধান্ত।

নিউল্যান্ডসের পিচ নিয়ে ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেছেন, ‘নিউল্যান্ডসের পিচে ব্যাট করা খুব কঠিন ছিল। পুরো ম্যাচে বল দ্রুত এবং কখনও কখনও ভয়ঙ্করভাবে বাউন্স করে, শট খেলা খুবই কঠিন ছিল। বেশ কিছু ব্যাটার গ্লাভসে আঘাত পায় এবং বিশ্রী বাউন্সের কারণে অনেক উইকেটও পড়ে যায়।’

শাস্তি হিসেবে এই উইকেটকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। চাইলে এর বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। যদি কোনো ভেন্যু পাঁচ বছরের মধ্যে ছয় ডিমেরিট পয়েন্ট পায় তাহলে ১২ মাসের জন্য কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ১২টি ডিমেরিট পয়েন্টের ক্ষেত্রে শাস্তি ২৪ মাস।

আইসিসির প্রক্রিয়া অনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের পর পিচ ও আউটফিল্ডকে বিভিন্ন রেটিং দেওয়া হয়। সাধারণত খুব ভালো, ভালো, গড়পড়তা, গড়পড়তার নিচে, বাজে ও অনুপযুক্ত এ সকল শ্রেণিতে ভাগ করা হয় পিচ ও আউটফিল্ডকে। একটি নির্দিষ্ট মানের নিচে পিচ বা আউটফিল্ড পড়লে দেওয়া হয় ডিমেরিট পয়েন্ট। অসন্তোষজনক হলে দেওয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট, খেলার অনুপযুক্ত হলে তিনটি।