যুব ও ক্রীড়ামন্ত্রী হলেন বিসিবি সভাপতি পাপন
কে, কোন মন্ত্রণালয়য়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা-আলোচনা। এই আলোচনায় ছিলেন টানা চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত নাজমুল হাসান পাপন। মন্ত্রী হিসেবে বঙ্গভবনে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথও নেন বিসিবির এই সভাপতি। অবশেষে জানা গেল তার দায়িত্বের মন্ত্রণালয়টির নাম। তিনি পেয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর আওয়ামী লীগ মোট পাঁচবার ক্ষমতায় আসে। আগের চার মেয়াদে দলটি থেকে উপমন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও পূর্ণ মন্ত্রীত্ব পাননি কেউ। এবারই প্রথম পাপন পেলেন সেই দায়িত্ব। ক্রীড়ামন্ত্রী পাপনের আগে সর্বশেষ এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জাহিদ আহসান রাসেল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন বিসিবির সভাপতি পাপন। আজ শপথ নেওয়ার আগে তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। প্রধানমন্ত্রী একটা নতুন দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করব ঠিকভাবে পালন করার। যেহেতু, আমার জন্য বিষয়টি একেবারে নতুন।’