বাফুফেকে বড় অঙ্কের অর্থ জরিমানা করল ফিফা

Looks like you've blocked notifications!
ছবি : বাফুফে

গত বছর ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল দল দুটি। ম্যাচে স্বাগতিকরা খেলেছিল আধিপত্য বিস্তার করে। ভরপুর গ্যালারিতে বাংলাদেশি দর্শকরাও তাতে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠেন। গ্যালারি ভরিয়ে তোলেন আতশবাজি আর স্মোক ফ্লেয়ারের রঙিন খেলায়।

এতে শঙ্কা তৈরি হয়েছিল জরিমানা করার। ম্যাচের দিন গ্যালারিতে দর্শকরা মোটামুটি বেশ কয়েকবার উগ্র আচরণ করেছেন। যাতে ভঙ্গ হয়েছে ফিফার আচরণ সংক্রান্ত ধারা। যে ধারার শাস্তি প্রমাণিত হওয়ায় সত্যি হয়েছে শঙ্কা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের অর্থ জরিমানা করেছে ফিফা। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফার আচরণবিধি ভাঙায় বাফুফেকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

কেবল ওই একটি ম্যাচ নয়। দর্শকরা ফিফার আচরণবিধি ১৭ ভঙ্গ করেছে অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের জন্য জরিমানা হয়েছে ১৪ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২ হাজার টাকা)।

এ ছাড়া, মালদ্বীপের মাঠে বাংলাদেশের ছয় খেলোয়াড় ফিফার আইন ভাঙেন। ফিফা কর্তৃক বলা হয়েছে, সে ম্যাচে বাংলাদেশের ছয় খেলোয়াড় আচরণবিধি ১৪ ভঙ্গ করেন। ফলে ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার টাকা) জরিমানা করা হয়েছে বাফুফেকে।

তিন ম্যাচ মিলিয়ে বাংলাদেশি মূদ্রায় প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে বাফুফেকে। ফিফা ডিসিপ্লিনারি কমিটির দেওয়া এই শাস্তির বিরুদ্ধে অবশ্য আপিল করার সুযোগ রয়েছে বাফুফের।