বিএসজেএ মিডিয়া কাপ শুরু রোববার

Looks like you've blocked notifications!
ছবি : বিএসজেএ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত ‘বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪’ শুরু হচ্ছে আগামীকাল রোববার। দেশের শীর্ষস্থানীয় ৩২টি মিডিয়া প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টের ড্র, জার্সি, ট্রফি উন্মোচন এবং সংবাদ সম্মেলন শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন।  

আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে সকাল ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ টেলিভিশন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে এবার পাওয়ার্ড বাই হিসেবে স্পন্সর করেছে বসুন্ধরা কিংস। এ ছাড়াও পৃষ্ঠপোষক হিসেবে আছে দ্য প্ল্যাটফর্ম। টুর্নামেন্টটি হবে নক আউট পদ্ধতিতে। মোট ৮ গ্রুপে থাকবে চারটি করে দল। কাল থেকে পল্টন আউটার মাঠে শুরু হবে এই টুর্নামেন্ট।

আজ সংবাদ সম্মেলনে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘বিএসজেএ ক্রিকেটারদের শুভেচ্ছা থাকবে। ভালোভাবে শুরু করবেন, শেষটাও ভালোভাবে শেষ করবেন। আশা করি সবাই সুস্থ থেকে সাবধানে খেলবেন।’

হাবিবুল বাশার বলেন, ‘সবাইকে ধন্যবাদ জানাতে চাই। টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হোক। এই টুর্নামেন্টের রিপোর্টিং আমি করতে চাই!’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএসজেএর সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্টের চেয়ারম্যান রায়হান আল মুঘনি এবং সদস্য সচিব রবিউল ইসলাম।