তরুণরা পারে না এমন কিছু নেই : যুব ও ক্রীড়ামন্ত্রী
দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব সামলেছেন নাজমুল হাসান পাপন। এখন বিসিবি সভাপতির পদে আছেন তিনি। তবে, নামের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরও বড় বিশেষণ। পাপন এখন কেবল বিসিবির নন, পুরো ক্রীড়াঙ্গনের অভিভাবক। বাংলাদেশ সরকারের নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী তিনি।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন নাজমুল হাসান পাপন। এই আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে, এবারই প্রথম পেলেন মন্ত্রীর দায়িত্ব।
গত ১১ জানুয়ারি সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন পাপন। বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর আজ রোববার (১৪ জানুয়ারি) প্রথমবার নিজ দপ্তরে অফিস করেন মন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পরে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে যান। সেখানে নবনির্বাচিত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রায় ৫৪টি ফেডারেশনের কর্তাব্যক্তিরা। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে ফেডারেশনের কর্তাসহ সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক।
পাপনের কাছে জানতে চাওয়া হয়, ক্রিকেটের মতো অন্য কোনো খেলায় সম্ভাবনা দেখেন কি না। জবাবে তিনি জানান, এখনকার তরুণরা পারে না, এমন কিছুই নেই। অনেক ক্ষেত্রেই সম্ভাবনা আছে।
পাপন আরও বলেন, ‘একটা সময় বাংলাদেশে ফুটবলের জয়জয়কার ছিল। এখন ক্রিকেট ভালো করছে। এমন আরও অনেক খেলাই আছে সম্ভাবনাময়। ক্রিকেট-ফুটবলে যেমন বিশ্বকাপ, তেমনি আছে সাফ চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে স্বর্ণজয়ের লক্ষ্য। আমার মনে হয়, বর্তমানে তরুণরা পারে না এমন কিছুই নেই। অনেকগুলো খেলাতেই ভালো করার সম্ভাবনা রয়েছে।’